ঢাকা, ২৪ জ্যৈষ্ঠ (৭ জুন) :
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রস্তাবিত পঞ্চম সেক্টর কর্মসূচি
প্রণয়ণের কাজ শুরু করার বিষয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গতকাল ঢাকায়
হোটেল ওয়েস্টিনে ‘বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন: বর্তমান প্রেক্ষাপট এবং
ভবিষ্যৎ কর্মপন্থা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
জাহিদ মালেক।
মন্ত্রী তাঁর বক্তৃতায় প্রস্তাবিত পঞ্চম সেক্টর কর্মসূচি প্রণয়ন ও
বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য উন্নয়ন
সহযোগীদেরকে আহ্বান জানান। সভায় উন্নয়ন সহযোগীরা প্রস্তাবিত পঞ্চম সেক্টর
কর্মসূচির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মা ও শিশু
স্বাস্থ্য, অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, নগর স্বাস্থ্য, চিকিৎসা বর্জ্য
ব্যবস্থাপনা, পুষ্টি, ব্যক্তিখাতে চিকিৎসা ব্যয় হ্রাস, মহামারি মোকাবিলার প্রস্তুতি,
জলবায়ূ পরিবর্তনজনিত কারণে আবির্ভূত রোগ মোকাবিলা, জরুরি সেবা শক্তিশালীকরণ,
প্রবীণদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা ইত্যাদি।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইফুল হাসান বাদল,
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্ম্দ খুরশীদ
আলম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত
হোসেন, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার মহাপরিচালকগণ এবং উন্নয়ন
সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।