সবুজ বাংলাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সংগঠনটির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার রাতে নগরের কোতোয়ালি থানায় মামলাটি করেন ওই থানার উপপরিদর্শক সাদ্দাম হোসেন।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। তাদের মধ্যে ১৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।

বৃহস্পতিবার বিকালে নগরীর কাজীরদেউড়ি এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। এতে পুলিশ লাঠিপেটা করে বলে নেতাকর্মীদের অভিযোগ। এ সময় ফাঁকা গুলিও ছোড়ে পুলিশ।

এ ঘটনায় পুলিশের সদস্যসহ আহত হন ১২ জন। তবে পুলিশের দাবি, সড়ক দখল করে মিছিল করায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ সড়ক থেকে সরে যেতে বললে তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ ঘটনায় বুধবার রাতে মামলা হয়।