ভারত ও পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময় শুরু হওয়ায় যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। নিয়ন্ত্রণ রেখা (লাইন অব কন্ট্রোল) বরাবর যুদ্ধবিমান, ট্যাংক ও সাজোয়া যান মোতায়েন করা হচ্ছে বলে জানা গেছে।
সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ঘোষণা দিয়েছেন, “কাশ্মীরের জন্য দশটি যুদ্ধ হলেও করব, একদিন পুরো কাশ্মীর পাকিস্তানের হবে।”
এর পরপরই সীমান্তে সংঘর্ষ শুরু হয়। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে, এই গোলাগুলিতে তাদের সেনাবাহিনীর দুই সদস্য ও দুইজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান একতরফাভাবে গুলি চালালে তারা পাল্টা জবাব দেয়।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানি সেনারা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। পাল্টা হামলায় পাকিস্তান ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, যদিও পাকিস্তান এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।