বিনোদন ডেস্ক :
ইংল্যান্ডে হাঁটুর চিকিৎসা নিয়ে চোট সেরে বিশ্বকাপ দলে ফিরেছেন পাকিস্তানের পেস আক্রমণের মূল অস্ত্র শাহিন শাহ আফ্রিদি।
আর শাহিনের এই চিকিৎসা বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে ‘বিস্ফোরক’ বক্তব্য দেন শহিদ আফ্রিদি।
শাহিনের চিকিৎসায় নাকি কোনো অর্থই খরচ করেনি পিসিবি। হবু জামাতার চিকিৎসায় তিনি নিজে ইংল্যান্ডে টাকা পাঠিয়েছিলেন।
আফ্রিদির এমন দাবির পর পাকিস্তান ক্রিকেটে তোলাপাড় শুরু হয়। পাকিস্তানের এ মুহূর্তের সেরা পেসারের জন্য এই কৃপণতা নিয়ে রীতিমতো সমালোচনায় বিদ্ধ পিসিবি।
এমন পরিস্থিতিতে অবশেষে আফ্রিদির দাবিকে নাকোচ করে দিয়ে বক্তব্য দিলেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।
রমিজের দাবি, বিতর্ক উসকে দিতেই এসব মন্তব্য করেছেন শাহিনের ‘হবু শ্বশুর’ আফ্রিদি।
রমিজ রাজার ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে এক সমর্থক মন্তব্য করেন, শাহিনের জন্য পিসিবির সব ব্যবস্থা নেওয়া উচিত।
সেই মন্তব্যের জবাবে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা (পিসিবি) শাহিনকে চিকিৎসা করাবে না, এটি কেউ কীভাবে ভাবতে পারে? এটি অসম্ভব। পিসিবি তাকে নিজের ওপর ছেড়ে দেবে— এটি তো ভাবনারও বাইরে। এটি দুর্ভাগ্যজনক যে বিতর্ক উসকে দিতে এসব কথা বলা হয়। পিসিবি তার খেলোয়াড়দের জন্য যা করে, আর কোনো ক্রিকেট বোর্ড এতটা করে না। সেটি আন্তর্জাতিক বলুন আর ঘরোয়া ক্রিকেটই বলুন।’