ঢাকার হাতিরঝিলে পানিতে ভাসমান অবস্থায় বেসরকারি টেলিভিশন জিটিভি’র নিউজরুম এডিটর রাহনুমা সারাহ’র মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মাকসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর মরদেহ এখনও মর্গেই আছে।
তিনি বলেন, আজ রাত আনুমানিক ২টার পর কয়েকজন হাতিরঝিল থেকে একজন নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই নারীর পেশাগত পরিচয় কী, সে বিষয়টি তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
তবে জিটিভি’র হেড অব নিউজ ইকবাল করিম নিশান বুধবার বেলা ১১টার দিকে নিশ্চিত করেন যে রাহনুমা সারাহ’র মৃত্যুর খবর তারা শুনেছেন এবং তার মরদেহ এখন মর্গে আছে।
মি. নিশানের সঙ্গে কথা বলে জানা যায়, রাহনুমা সারাহ’র বাড়ি কল্যাণপুরে, “যেহেতু অফিসের গাড়ি তাকে ওখানেই নামাতো সাধারণত।”
সেক্ষেত্রে হাতিরঝিলে তার মরদেহ কীভাবে এলো, এ নিয়ে কিছুটা বিস্ময় প্রকাশ করেন মি. নিশান।
জিটিভিতে দুই বছর ১০ মাস ধরে কাজ করছিলেন রাহনুমা সারাহ। এমনকি গতকালও তাকে অফিসে দেখা গেছে।
ইকবাল করিম নিশান জানান, অফিসের বায়োমেট্রিকে দেখা যাচ্ছে যে গতকাল বিকাল ৫টা ৫২ মিনিটে রাহনুমা সারাহ অফিসে প্রবেশ করেছেন এবং বের হয়েছেন রাত ৯টা ২১ মিনিটে।
রাহনুমা সারাহ ১৩ ঘণ্টা আগে ফেসবুকে পোস্ট করেছিলেন, “জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভাল।”
ওই পোস্টের এক ঘণ্টা পর আরেক ব্যক্তিকে ‘বন্ধু’ সম্বোধন করে সর্বশেষ পোস্ট করেন। সেখানে তিনি তার নিজের ও তাদের দু’জনের কিছু ছবিও শেয়ার করেন।