যোবায়ের আহমেদ: হেলাল তালুকদারকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে নির্বাচিত করায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃবৃন্দকে দক্ষিণখান থানা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে দক্ষিণখান থানার ৪৭, ৪৮, ৪৯ ও ৫০নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল এবং শ্রমিক দলের নেতাকর্মীদের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন আফাজ, সাবেক আহ্বায়ক সদস্য আলাউদ্দিন সরকার টিপুসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত চিঠিতে বৃহত্তর উত্তরা বিএনপি নেতা হেলাল তালুকদারকে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন —হেলাল তালুকদারের নেতৃত্বে দক্ষিণখান থানা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।