ঢাকা,২১ শ্রাবন (৫ আগষ্ট)

করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সরকারের আরোপ করা বিধিনিষেধ

আজ রাত ১২টা থেকে ১০ আগষ্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে শিল্প-কারখানা ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলকে এই বিধিনিষেধের বাইরে রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমনের পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের ১৩,১৯ ও ৩০ জুলাই ২০২১ এর স্মারকে আরোপিত সকল বিধি-নিষেধ আজ (৫ আগষ্ট) রাত ১২টা হেতে ১০ আগষ্ট দিবাগত রাত ১২টা বর্ধিত করা হয়েছে। তবে শিল্প কলকারখানা বিধি-নিষেধের আওতা বহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অভ্যন্তরীন রুটে বিমান চলাচল করবে।