১৭ ভাদ্র (১ সেপ্টেম্বর ) :

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বলেছে ১০ হাজার মার্কিন ডলারের অতিরিক্ত বা সমমূল্যের অন্য কোন বৈদেশিক মুদ্রা কারও কাছে থাকলে সেটি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক বা মানি চেঞ্জারের কাছে বিক্রি করে দিতে হবে।

এই সময়ের পর কারও কাছে অতিরিক্ত ডলার পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে বুধবার একটি বিজ্ঞপ্তি কেন্দ্রীয় ব্যাংক গণমাধ্যমে পাঠিয়েছে।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে ডলারের সংকট দেখা দিয়েছে এবং এ সংকট মেটাতে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সেই পটভূমিতে এই নির্দেশ জারি করা হলো।