ঢাকা, ৪ ভাদ্র (১৯ আগস্ট) :
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে
২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবার
মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য থাকলে আমরা দ্রুত দেশকে উন্নতির দিকে এগিয়ে নিতে পারব।
আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায়
বিভাগের সম্মেলন কক্ষে সচিব মোঃ রেজাউল আহসান এর অবসরজনিত বিদায় এবং নবনিযুক্ত
সচিব মোঃ মশিউর রহমান (এনডিসি)-এর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য যে আদর্শ রেখে গেছেন,
সেই আদর্শ সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় প্রতিমন্ত্রী বিদায়ী সচিবকে অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে বর্ণনা করে
বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসান দক্ষতা ও বিচক্ষণতার সাথে
দায়িত্ব পালন করেছেন । বিভাগের দপ্তর/সংস্থার কার্যক্রমে গতিশীলতায় তার ভূমিকা উল্লেখ
করার মতো। প্রতিমন্ত্রী এ সময় আশাবাদ ব্যক্ত করেন নবনিয়োগপ্রাপ্ত সচিব এ বিভাগের
চলমান কার্যক্রম একই ধারাবাহিকতায় দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাবেন।
অতিরিক্ত সচিব মোঃ রাশিদুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের বক্তব্য রাখেন স্থানীয়
সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সকল
দপ্তর/সংস্থার প্রধানগণ এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত
ছিলেন।