ঢাকা, ৯ আষাঢ় (২৩ জুন) :

হিজরি ১৪৩৩/২০২২ সনের হজ কার্যক্রমে অংশগ্রহণকারী অপারেটিং হজ
এজেন্সিসমূহের মধ্যে ২১টি হজ এজেন্সি সৌদি আরবে বাড়ি ও হোটেলের তথ্য এবং
মক্তব সংক্রান্ত হজ সিস্টেমে প্রদান করেনি। অথচ তাদের অধীনে নিবন্ধিক হজযাত্রী
রয়েছে।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে World Link Airways Limited, Gaoucia Travels
& Tours, Bandhu Air Internatioal, Anzum Overseas, Bismillah Tour & Travels,
Worldlink Tours & Travels, Arshinagor Travels & Tours, Bangladesh Air Travels,
Gulf Travels, Iqra Travels & Tours, Lima Travel Agency, Mabrur Air International,
Mabruran Hajj Agency, N.Al-Amin Hajj Kafela Tours & Travels, Rahamatullil
Alamin tours & Travesl, Sabilul Jannat Air Travels Ltd., Sadman Travels & Tours,
Upright Tours And Travels Ltd., Dream Sky International, At-Tablig Hajj Services
and Raisa tours & travels এই ২১টি হজ এজেন্সিকে জরুরিভিত্তিতে বাড়ি ও হোটেলের
তথ্য এবং মক্তব সংক্রান্ত হজ সিস্টেমে প্রদান করার জন্য অনুরোধ জানিয়েছেন ধর্ম
মন্ত্রণালয়।

উপরে উল্লিখিত হজ এজেন্সিগুলো যথাসময়ে তাদের নিবন্ধিত হজযাত্রীর তথ্য
হজ সিস্টেমে দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১
এর আওতায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।