পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট। ৩৬টি দিন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণঅভ্যুত্থান। ছাত্র-জনতার প্রতিরোধের মুখে এই ৩৬ দিনেই চুর চুর হয়ে গেছে একটানা ১৫ বছর ধরে চলা আওয়ামী স্বৈরশাসনের। ‘অহংকার পতনের মূল’ এই নীতি বাক্যকে সঠিক প্রমাণ করে দিয়ে ধূলিসাৎ হয়ে গেছে দলটির সাজানো সাম্রাজ্য। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।
শুধু তাই নয় স্বার্থপর শেখ হাসিনা পালানোর সময় তার আত্মীয়-স্বজনকেও সেভ করে যেতে পারল না, পুরো দল এবং পুরো জাতিটাকে একটা ধ্বংসের মধ্যে ফেলে চুরি করে পালিয়ে যেতে হলো তার।
সমগ্র বাংলাদেশের প্রায় ৯৯ ভাগ মানুষই আজ খুশি এবং স্বাধীনতার স্বাদ গ্রহণ করছে।
নির্বিঘ্নে নির্ভয়ে আজ কথা বলতে পারছে বাংলাদেশের মানুষ।