সোহরাব হোসেন, গাজীপুর প্রতিনিধি :
সোমবার (১২ ফেব্রুয়ারী) গাজীপুর কালিয়াকৈরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আরো উপস্থিত থাকেন আ ক ম মোজাম্মেল হক-মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, জনাব আসাদুজ্জামান খান- স্বরাষ্ট্র মন্ত্রী, জনাবা সিমিন হোসেন রিমি- মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, অধ্যাপিকা রোমানা আলী টুসি – প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন আনসার বাহিনীকে আরো দক্ষ ও স্মার্ট হিসাবে গড়ে তুলা হবে। যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আধুনিক ও সুদক্ষ প্রশিক্ষত বাহিনীতে পরিণত করার জন্য প্রদক্ষেপ গ্রহন করা হয়েছে। যে কোন অশুভ শক্তির বিরুদ্ধে সর্বদা সজাগ থাকার জন্য আনসার সদস্যদেরকে পরামর্শ প্রদান করেন।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৮০ আনসার সদস্যকে বিশেষ পদকে ভূষিত করা হয়।