প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের অর্থনীতি যথেষ্ট সচল রাখতে সক্ষম হয়েছি। উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছি। আমাদের যথেষ্ট রিজার্ভ আছে। ৫ মাসের খাদ্য কেনার জন্য যথেষ্ট রিজার্ভ আমাদের আছে। দুর্ভিক্ষ এড়াতে তিন মাসের রিজার্ভ থাকার প্রয়োজন ’।

আজ বৃহস্পতিবার বিকেলে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ কখনো ঋণখেলাপি হয়নি। বড় অঙ্কের ঋণের প্রস্তাব আসলেই আমরা ঝাঁপিয়ে পড়ি না। যেটা আমার দেশের জন্য বেশি প্রয়োজনীয় আমরা সেটা গ্রহণ করি’।

 

তিনি আরও বলেন, ‘আমরা এখন সেসব প্রকল্পই বাস্তবায়ন করছি যা আমাদের জন্য বেশি জরুরি’।