ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর) :

রঙতুলির আঁচড়ে তাঁর বাঙালিত্বের জয়গান। কবি ও চিত্রশিল্পী রবিউল হকের ৭৫তম
জন্মবার্ষিকী উপলক্ষে তার ৭৫টি এমন চিত্রকর্মের প্রদর্শনী উদ্বোধন হয়েছে রাজধানীর
শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায়।

আজ তথ্য ও সম্প্রচার সচিব মোঃ মকবুল হোসেনের প্রধান আতিথ্যে জাতিসত্তার
কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা অতিথিদের সাথে নিয়ে চিত্রশালা
গ্যালারিতে মঙ্গলদ্বীপ জ্বেলে ও পুষ্পবন্ধন উন্মোচন করে সপ্তাহব্যাপী এ প্রদর্শনী
উদ্বোধন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি সচিব মোঃ মকবুল হোসেন চিত্রশিল্পী রবিউল হককে
বহুমুখী প্রতিভার অধিকারী বর্ণনা করে বলেন, ৭৫ বছর বয়সে তার ৭৫ চিত্রকর্ম প্রদর্শনী
তরুণদের জন্য যেমন শিক্ষণীয়, তেমনি অগ্রজ সমাজের জন্য অনেক বড় অনুপ্রেরণা। কবি
মুহম্মদ নূরুল হুদা উদ্বোধকের বক্তৃতায় বলেন, শিল্প ও তারুণ্য বয়সকে অতিক্রম করে যে
সৃষ্টিশীল কাজের জন্ম দেয়, তাতেই এগিয়ে চলে সভ্যতা। এ প্রদর্শনী তারই এক অনন্য
নজীর। কুষ্টিয়ার কুমারখালীতে ১৯৪৬ সালে জন্মগ্রহণকারী কবি ও চিত্রশিল্পী রবিউল হক
তাঁকে সদা অনুপ্রাণিত করার জন্য বাংলাদেশ রাইটার্স ক্লাব ও তাঁর সকল শুভানুধ্যায়ীদের
ধন্যবাদ জানান।

কবি শ্যামসুন্দর সিকদারের সভাপতিত্বে  সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম
কুদ্দুছ, শিল্পীদের মধ্যে আব্দুস শাকুর শাহ, জাহিদ মুস্তাফা, সামছুল আলম আজাদ, কিরীটি
রঞ্জন বিশ্বাস ও রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সানাউল হক এসময় বিশেষ
অতিথি হিসেবে  বক্তব্য দেন। বক্তব্য শেষে অতিথিরা প্রদর্শনীটি ঘুরে দেখেন।
রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এবং শুক্র ও শনিবার বিকেল ৩টা থেকে
রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি উন্মুক্ত। প্রতিদিন বিকেল ৫টায় থাকছে সাংস্কৃতিক
অনুষ্ঠান। ১১ ডিসেম্বর শনিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ
প্রদর্শনীর ইতি টানবেন।