নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার সাদুল্লাপুরে ক্ষুদ্রঋণ ভিত্তিক প্রতিষ্ঠান ‘ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ’ (টিএমএসএস) -এর কর্মকর্তা আনোয়ার হোসেনের বিরুদ্ধে এক নারী গ্রাহককে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী ও তার প্রবাসী স্বামী এ ব্যাপারে অভিযোগ জানিয়ে অভিযুক্ত কর্মকর্তা আনোয়ারের শাস্তি দাবিও জানিয়েছেন।

ভুক্তভোগী ওই নারী জানান, ‘তার স্বামী একজন প্রবাসী। কিছুদিন পূর্বে জমি কেনার জন্য ওই সংস্থা থেকে কিছু টাকা ঋণ নেন। এর সূত্র ধরেই পরিচয় হয় আনোয়ারের সঙ্গে। এই পরিচয়ের সুবাদে ওই কর্মকর্তা তাকে একাধিকবার ফোনে বাজে কুপ্রস্তাব দেন। তিনি এসব কুপ্রস্তাবে দ্বিমত জানালে তাকে নানাভাবে ব্ল্যাক-মেইল শুরু করেন। একপর্যায়ে একদিন সুযোগ করে নির্জনস্থানে তাকে ধর্ষণ করেন এবং একই সঙ্গে এসব বিষয়ে মুখ খুললে সংসার ভেঙে দেওয়ার হুমকি দেন।’

ভুক্তভোগীর নারীর প্রবাসী স্বামী জানান, ‘বিষয়টি সম্পর্কে ওই সংস্থার কর্মকর্তাদের জানালে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিচার না করে বরং উল্টো তাকে বিভিন্ন অশালীন ভাষায় বাজে আচরণসহ তার স্ত্রীকে নিয়ে আজেবাজে মন্তব্য করেন।’

এদিকে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, ‘উনার সঙ্গে আমার ফোনে আলাপ হয়েছে; কিন্তু এরকম কিছু হয়নি।’

অন্যদিকে সংস্থাটির সাদুল্লাপুর ব্রাঞ্চ ম্যানেজার তারাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি এবং সরেজমিনে ওই ভুক্তভোগী নারীর সঙ্গেও কথা বলেছি। তবে সমস্যা হচ্ছে ওই কর্মকর্তার (অভিযুক্ত আনোয়ার) বিরুদ্ধে আপাতত কোনো ব্যবস্থা নিতে পারতেছি না। কারণ তার মাধ্যমে আমাদের প্রায় কোটি টাকা লেনদেন করা হয়ছে। তাকে বাদ দিলে বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা ক্ষতিগ্রস্ত হবো।’