জেলা প্রতিনিধি( মাদারীপুর)

“পৃথিবী একটাই, আসুন গাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুর বন্ধুসভার উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

পরে সাড়ে ১১টার দিকে জেলার পুলিশ সুপারের কার্যালয়ের বাগানে চারাগাছ রোপণ করেন বন্ধুসভার সদস্যরা। এ সময় বন্ধুদের সঙ্গে চারাগাছ রোপণে অংশগ্রহণ করেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ। বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক রহিমা খাতুন তার কার্যালয়ের বাগানেও বন্ধুসভার সদস্যদের সঙ্গে চারাগাছ রোপন করেন। সবশেষ বিকেল ৩টায় শহরের দরগাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে চারাগাছ রোপণ করেন বন্ধুসভার সদস্যরা। এ সময় বিদ্যালয়টির কোমলমতি শতাধিক শিশু শিক্ষার্থীদের হাতে একটি করে বৃক্ষ উপহার দেওয়া হয়।

মাদারীপুর বন্ধুসভার সভাপতি ডা. অখিল সরকার জানান, ‘পুরো মাদারীপুর জেলায় সবুজের বেষ্টনী গড়ে তোলার প্রত্যয়ে প্রতি বছর বর্ষার মৌসুমে নিজেদের অর্থায়নে এ কর্মসূচি পালন করে বন্ধুসভার সদস্যরা। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বন্ধুসভার সদস্যরা সরাসরি নার্সারি থেকে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা সংগ্রহ করে। তারা সরকারি দুটি অফিসের বাগানে অর্ধশত চারা রোপণ করে বাকি দেড়শ চারা একটি স্কুলে রোপণ করে।’

বৃক্ষরোপণ কর্মসূচিতে মাদারীপুর বন্ধুসভার সভাপতি ডা. অখিল সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর বন্ধুসভার উপদেষ্টা সোহেল রানা, অলিউর রহমান কাজল, অজয় কুন্ডু। এ ছাড়াও বন্ধুসভার সিনিয়র কার্যকারী সদস্য আরাফাত হাসান, সাংগঠনিক সম্পাদক সৈকত হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক বি. এম রাসেল, মুক্তিযোদ্ধা ও গবেষণা সম্পাদক সোহাগ সরদার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক পূজা সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মিরাজ সরদার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আল শাহরিয়াত করিম, ম্যাগাজিন সম্পাদক বাঁধন খান, কার্যকারী সদস্য মেহেদী হাসান শুভ, শামীমা রায়হান প্রমুখ।