ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষের কোন্দলে প্রকাশ্যে আসে কলেজটির ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ। তবে কলেজ কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটি এই অভিযোগের কোনো সত্যতা পায়নি। কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।

আজ বৃহস্পতিবার ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে সংঘঠিত অনাকাঙিক্ষত ঘটনা ও এর পরে অন্যান্য বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু শিক্ষার্থীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কলেজের সিনিয়র শিক্ষক প্রফেসর মােহাম্মদ জিয়াউল হক, প্রফেসর কাজী আতিকুজ্জামান, প্রফেসর সুফিয়া আখতার এবং (৪) প্রফেসর মেহেরুন্নেসা মেরীর সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছে।’

 

‘প্রতিবেদনে কোনো শিক্ষার্থীকে অনৈতিক কাজে বাধ্য করার কোনো সত্যতা পাওয়া যায়নি বলে তদন্ত কমিটি জানিয়েছে। এ ছাড়া সিটবাণিজ্য ও মারামারির ঘটনাসহ অন্যান্য অভিযােগের বিষয়ে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কলেজ প্রশাসন বিধি অনুসারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।