বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

অনলাইন ডেস্ক :

পশ্চিমা দেশগুলো নেদারল্যান্ডসে নিযুক্ত রুশ কূটনীতিকদের অর্থের বিনিময়ে কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে বলেছে, হেগে নিযুক্ত রাশিয়ার কূটনীতিকদের প্রলোভন দেখানোর অভিযোগে মস্কোয় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত গিলিস প্লাগকে তলব করা হয়েছে। খবর রয়টার্সের।

এতে বলা হয়েছে, একটি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক প্রতিনিধি গত ২০ অক্টোবর হেগে নিযুক্ত রুশ সামরিক অ্যাটাশেকে তাদের হয়ে কাজ করার জন্য ‘নিয়োগ’দেওয়ার চেষ্টা চালান।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের উসকানিমূলক তৎপরতা অগ্রহণযোগ্য এবং তা বহির্বিশ্বে রাশিয়ার স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করে।

বিগত কয়েক বছরে হেগে নিযুক্ত রুশ কূটনীতিকদের সঙ্গে আরও কয়েকবার এ ধরনের আচরণ করা হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একাধিক প্রতিনিধি হেগের একটি পার্কে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে একই ধরনের প্রস্তাব দিয়েছিল।

পরের বছরের ডিসেম্বরে আমস্টারডামের স্কিফোল বিমানবন্দরে আরেকজন রুশ কূটনীতিককে সিআইএর সঙ্গে সহযোগিতা করতে উৎসাহিত করে একদল সিআইএ এজেন্ট।

এ ধরনের ‘অবৈধ তৎপরতায়’ অংশগ্রহণ করার জন্য নেদারল্যান্ডসের তীব্র সমালোচনা করেছে রাশিয়া।

তবে রাশিয়ার এসব অভিযোগের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর