১৮ ডিসেম্বর, ২০২২:

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কারণে শূন্য হওয়া আসনগুলোতে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, বাছাইয়ের শেষ তারিখ ৮ জানুয়ারি আর মনোনয়ন পত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি এবং ভোটগ্রহণ ১ ফেব্রুয়ারি।

বিএনপি এমপিদের পদত্যাগে জাতী সংসদের শূন্য আসনগুলো হলো—ঠাকুরগাঁও-৩, বগুড়া ৪ ও ৬, ব্রাহ্মণবাড়িয়া-২, চাঁপাইনবাবগঞ্জ-২। এ পাঁচ আসনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাকি চার নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।