মেহেরপুর, ১১ পৌষ (২৬ ডিসেম্বর) :
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন
সরকার অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শান্তি
নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
মেহেরপুরের বল্লভপুরে ‘খ্রিষ্টীয় আনন্দ উৎসব-২০২২’ এর উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
ফরহাদ হোসেন বলেন, এ অঞ্চলের মানুষ জাতিগতভাবেই অসাম্প্রদায়িক। যুগ
যুগ ধরে এদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ একসাথে বসবাস করে আসছে। ভবিষ্যতেও
এই সম্প্রীতি রক্ষায় সকলকে সচেষ্ট থাকতে হবে। বর্তমান সরকার প্রতিটি ধর্ম ও
বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে।
বল্লভপুর ডিনারির ডিন রেভারেন্ড মৃত্যুঞ্জয় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে
মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।