৩০ জানুয়ারি, ২০২৩
ভারত থেকে আসা খুলনাগামী ‘বন্ধন এক্সপ্রেস’ ট্রেন থেকে প্রায় দুই ব্র্যান্ডের প্রায় ৫০ হাজার সিগারেট ও ১৮ বোতল মদ জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। রবিবার (২৯ জানুয়ারি) সকালে যশোরের বেনাপোল রেলস্টেশন থেকে এসব পণ্য জব্দ করা হয়।বেনাপোল কাস্টম হাউজের উপকমিশনার রবীন্দ্র কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, তার নেতৃত্বে কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তাদের এক দল ভারত থেকে আসা বন্ধন এক্সপ্রেসের পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালায়। এ সময় এক যাত্রীর কাছ থেকে ৪০ হাজার শলাকা বেনসন অ্যান্ড হেজেস ও ৯ হাজার শলাকা ইজি লাইট ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। তাছাড়া তার কাছে বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ পাওয়া পাওয়া যায়।রবীন্দ্র কুমার সিংহ বলেন, ‘জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৫০ হাজার টাকা। পণ্যগুলো বাজেয়াপ্ত করাসহ কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
যশোর প্রতিনিধিঃনুরুজ্জামান মিন্টু