বিভিন্ন দেশের পর্যটকবাহী ভারতের প্রমোদতরী গঙ্গা বিলাস বরণে প্রস্তুত বরিশাল জেলা প্রশাসন এবং বিআইডব্লিউটিএ।
বুধবার দুপুর আড়াইটার দিকে প্রমোদরতীটি বরিশাল নদী বন্দর সংলগ্ন মেরিন ওয়ার্কশপঘাটে নোঙ্গর করবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ বরিশালের যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) আবদুর রাজ্জাক।
গত ১৩ জানুয়ারি ভারতের উত্তর প্রদেশের বারাণসীর রবিদাস ঘাট থেকে সুইজারল্যান্ডের ৩২ বিদেশি পর্যটকবাহী প্রমোদতরী গঙ্গা বিলাস ৫১ দিনের যাত্রা শুরু করে। ভারত ও বাংলাদেশের মোট ২৭টি নদী ও ৫০টি পর্যটন কেন্দ্র ঘুরে ৩ হাজার ২শ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসামে পৌঁছাবে জলের বুকে পাচ তারকা মানের হোটেল গঙ্গা বিলাস। বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পৃথিবীর দীর্ঘতম নৌপথ ভ্রমণের এই ক্রুজের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।