নিশ্চুপ হয়ে থাকো।
প্রাণে প্রাণ দিয়ে রাখো।
কথা বলো না, কথা বলো না,কথা বলো না।
কেউ জানে না আমি কিন্তু কাঁদি।
কেউ শোনে না আমি কিন্তু ডাকি।
খুব গোপনে তোমার প্রাণে প্রাণটি দিয়ে রাখি।
তোমার নিঃশ্বাসের সঙ্গে আমি নিঃশ্বাস নিই,বেঁচে থাকি।
নিশ্চুপ হয়ে থাকো।
আমাকে পিষে ফেলো,মিশে ফেলো তোমার নীরবতায়।
তোমার হৃদপিণ্ডের নীরব শব্দটুকু আমায় শুনতে দাও।
এমন করে আমি দিনের পর দিন বাঁচতে পারি।
হ্যাঁ, পাগল বলতে পারো,কিংবা মাতাল,
অথবা এ সমাজের অযোগ্য।
তোমার নিঃশব্দের মাঝে আমি বড় যতনে
ভালোবাসার শব্দ খুঁজে বেড়াই।
তোমার নীরবতা আমার হৃদয়ে ভালোবাসার
এক একটা নতুন শব্দ সৃষ্টি করে,
আমাকে আরও ভালোবাসতে শেখায়।
আহা! নিশ্চুপ হয়ে থাকো।
কথা বলো না,কথা বলো না,কথা বলো না।