ঈদযাত্রা নির্বিঘ্ন করতে, ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার লক্ষ্যেই আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
সোমবার (১৯ জুন) বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সচিব জানান, ঈদ মানেই নাড়ির টানে মানুষের বাড়ি ফেরা। আর এসময়ে দেশের প্রায় সব রুটে থাকে অতিরিক্ত যাত্রীচাপ। যানজটে পথেই কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। খুশির ঈদযাত্রা হয়ে ওঠে ভোগান্তির। এ অবস্থায় সরকার চায় এসব ভোগান্তি কমাতে।
এদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের নির্বাহী আদেশে ঈদের ছুটি একদিন বাড়ানোর এ সিদ্ধান্ত হয়।
মো. মাহবুব হোসেন জানান, মানুষ ঈদুল আজহা যেন সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে ছুটি অনুমোদন দিয়েছেন।
তিনি বলেন, ঈদের আগে সাধারণ ছুটি থাকে একদিন। একদিন ছুটি থাকলে সবাই একসঙ্গে ঢাকা ছাড়েন। গত ঈদুল ফিতরে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, তাতে ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিক ছিল। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সবাই যেন সুন্দরভাবে বাড়ি যেতে পারেন। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
একদিন ছুটি বাড়ায় বাৎসরিক ছুটির কোনো পরিবর্তন হবে কি না- এ প্রশ্নে তিনি বলেন, এটির সিদ্ধান্ত হয়নি।
ঈদের ছুটি একদিন বাড়ায় আগামী ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপন হবে।