২৬ আগষ্ট ২০২৩
*জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৪টি সফল অভিযানে
০৭ কেজি ভারতীয় রুপার গহনা, ১০০ বোতল ফেনসিডিল, ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার ০৪ জন।
যশোর প্রতিনিধি: নুরুজ্জামান।
অভিযান-০১
(২৪ আগষ্ট ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ)/ রাজেশ কুমার দাশ , এসআই( নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ)/৫৬২ নির্মল কুমার ঘোষ, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.১৫ ঘটিকায় চৌগাছা থানাধীন ১নং স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা মোড়স্থ জনৈক রিজাউল ইসলাম (৩৭) এর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আব্দুল আলিম (@) আলিম (৩৭), পিতা-মোঃ মোস্তফা, মাতা- সখি কেম, সামাশিলা পশ্চিমপাড়া, থানা-চৌগাছা, জেলা-যশোর কে ৩০ (ত্রিশ) বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৯০,০০০/- টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) রাজেশ কুমার দাশ বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০২
(২৪ আগষ্ট্ ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/৮৭১ মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২১.১৫ ঘটিকায় যশোর কোতয়ালী থানাধীন খড়কী হাজামপাড়া মোড় হইতে ৫০ গজ পূর্ব দিকে জনৈক এম.এ মাসুদ এর বাড়ির সামনে রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা পলাতক আসামীদের ফেলে যাওয়া মতে ০১ টি প্রাইভেটকার যাহার ব্যাগডালার মধ্যে হইতে ৭০ (সত্তর) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করেন। উদ্ধারকৃত আলামতের মোট মূল্য ৯,৮০,০০০/-টাকা। এ সংক্রান্তে এএসআই (নিঃ)মোঃ আজাহারুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০৩
(২৪ আগষ্ট্ ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ রইচ আহমেদ, এএসআই (নিঃ)/ গৌরাঙ্গ কুমার মণ্ডল, এএসআই(নিঃ)/ মোঃ ইমদাদুল হক, ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২২.১০ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বসুন্দিয়া মোড়স্থ জনৈক সাধন দাস এর ”সাগর মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার”এর সামনে পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। উসমান হোসেন(৩২), পিতা- আব্দুল্লাহ মোল্লা, মাতা-মৃত ফেরদৌসী বেগম, সাং-পালপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোরকে ৭০(সত্তর) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ২১,০০০/-টাকা। এ সংক্রান্তে এএসআই (নিঃ) গৌরাঙ্গ কুমার মন্ডল বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।
অভিযান-০৪
(২৪ আগষ্ট্ ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এএসআই(নিঃ)/ মোঃ নাজমুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ২৩.৪০ ঘটিকায় যশোর মনিরামপুর থানাধীন আসামী মোস্তাফা কামালের বসত ঘরের পূর্ব পাশের কক্ষ হইতে আসামী ১। মোঃ মিজানুর রহমান(৪৫), পিতা-মৃত মোহাব্বত আলী খাঁন, মাতা-মর্জিনা বেগম, সাং-আলাইপুর, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা, ২। মোস্তফা কামাল(৩৪), পিতা-মাহাবুর রহমান, মাতা-ছামিনা খাতুন, সাং-দূর্গাপুর, থানা-মনিরামপুর, জেলা-যশোর দেরকে আটক করিয়া তাহাদের দখল হইতে ০৭ কেজি ভারতীয় রুপার তৈরী গহন উদ্ধার করেন। উদ্ধারকৃত আলামতের মুল্য ৯,০০,১৬৫/-টাকা।
এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে মনিরামপুর থানায় এজাহার দায়ের করেন।