গাজীপুরের কালিয়াকৈরে রডবোঝাই একটি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে চালক দগ্ধ ও সহকারী আহত হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার গোয়ালবাথান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে রডবোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৪০৮) চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছিল। ট্রাকটি গাজীপুরের কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক মোটরসাইকেলে করে এসে ট্রাকটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। চলন্ত ট্রাকে আগুন দেওয়ায় চালক দগ্ধ ও সহযোগী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে চালককে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আধাঘণ্টা চেষ্টা চালিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাকের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।