মোঃ সাকিবুল হাসান, বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর পশ্চিম পাড়ার ব্রার্দাস এগ্রো অটো রাইস মিল ছাই উড়িয়ে পরিবেশ দূষণ করায় এবং স্কুলগামী ছাত্র ছাত্রী ও জনসাধারণের স্বাস্থ্যহানীর উপক্রম করায় প্রতিষ্ঠানের পক্ষে মোঃ সোহেল নামে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা অর্থ প্রদান করেন, (গত ১৬ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম।
প্রতিষ্ঠানটি কে নিয়ম কানুন মেনে এবং পরিবেশ ও জনগণের সুরক্ষা নিশ্চিত করে ব্যবসা পরিচালনা করার নির্দেশ প্রদান করেন। একাজে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর এবং বুড়িচং দেবপুর ফাঁড়ির পুলিশ সদস্যগন।উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন এর এমন অভিযান অব্যাহত থাকবে।