সোহরাব হোসেন,গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি সংলগ্ন সড়ক দুর্ঘটনায় শনিবার ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।

প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে চালক বাসটি উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাসের উপর উঠেনি। টাঙ্গাইলগামী ওই যাত্রীবাহী বাসটি দ্রæতগতিতে আন্ডারপাসের নিচ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকে লাগিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা হেলাপার নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো তিজন। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এসময় আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এব্যাপারে নাওজোড় হাইওয়ে থানার সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় এক জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।