সোহরাব হোসেন, গাজীপুর প্রতিনিধি:
বুধবার(২৪ জানুয়ারী) গাজীপুর জেলার কালিয়াকৈরে ফুলবাড়িয়া কেএনবি জবেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে  কেএনবি ফুটবল লীগের বর্ণিল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ইয়ং স্টার ফুটবল ক্লাব, ফুলবাড়িয়া বনাম সৌরভ ফুটবল ক্লাব,উত্তরা।
 ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রাজ্জাক মাষ্টারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, খেলা উদ্বোধন করেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পাড়ায় পাড়ায় খেলা ধুলার মাধ্যমে যুবসমাজকে সংঘবদ্ধ রাখতে হবে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে খেলার পর্যাপ্ত মাঠ তৈরি করে দেওয়া হচ্ছে।
উদ্বোধনী বক্তব্যে জনাব মুরাদ কবির বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে এবং যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল সহ সকল প্রকার খেলার আয়োজন করতে হবে। সুস্থ দেহে সুস্থ মনের উদ্ভব হবে।
আরো উপস্থিত থাকেন ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহআলম সরকার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিন জন রেফারি মোঃ নজরুল খন্দকার, সোহরাব হোসেন  এবং  আমির হোসেন।
ফাইনাল খেলায় ইয়ং স্টার ফুটবল ক্লাব ১-০ গোলে সৌরভ ফুটবল ক্লাব কে পরাজিত করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ ৪০০০০/টাকা এবং পরাজিত দলকে ২০০০০/ টাকা প্রদান করা হয়।