বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনও করতে হবে, আবার জনগণের জন্য কাজও করতে হবে। এই কাজগুলো যদি যৌক্তিক সময়ের মধ্যে হয় সেটা সবার জন্য ভালো।’
আজ বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিতস্কির সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎ শেষে আমীর খসরু এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমাদের হৃদ্যতার একটি বৈঠক হয়েছে। বৈঠকে দু’দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য জ্বালানি বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশের সম্পর্ক কেমন হবে আমরা স্পষ্ট করে বলেছি বাংলাদেশ জাতীয়বাদী দল সবার সঙ্গে সম্পর্ক বিশ্বাস করে।’
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সাবেক প্রধানমন্ত্রীর দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা নিয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি তো এই মুহূর্তে ক্ষমতায় নাই। তাই আমরা তো এই মুর্হূতে জাজমেন্ট করতে পারি না। বিএনপি ক্ষমতায় এলে সেটা নিয়ে আলোচনা হতে পারে।’
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আন্তর্জাতিকবিষয়ক কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ ছিলেন।