দেশের আইন শৃঙ্খলা খুব ই খারাপ এগুলো দ্রুত ঠিক করুন,
এখনো প্রদীপ, হারুন, হাবিব, আসাদুজ্জামান খান, হাসান মাহমুদ….. এদেরমতো অসংখ্য খুনিদের আটক দেখাতে পারলেন না, অথচ তারা সবাই সেনা হেফাজতে ছিলো বলে ধারণা করা হচ্ছে।
দুঃখের বিষয় সেনাদের কাছ থেকে কে কে হেফাজতে ছিলো এখনো একটা লিস্ট ও নিতে পারেন নাই।

আর এই সরকার হাসিনার বিচার করবে কিভাবে !!!

স্পেসিফিক মামলায় আটক করে এদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন আগে। গণহারে মামলা দিয়ে কি অপরাধীর বিচার করা যায়??

আর সচিব, DGFI এর মতো ভিতরের কারিগরদের বিচার কে করবে????
কি কি সংস্কার করবেন? কোন উপায়ে করবেন তার একটা রূপ রেখা জাতীয়ভাবে আলোচনার মাধ্যমে দেখতে চাই। কোনো রূপরেখা আজ ও প্রকাশ করতে পারলেন না কেনো??
সকল খুনী ও গুম কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।

কোনো সংস্কার ই টিকবেনা যদি সেটা জাতীয়ভাবে আলোচনা করে না করা হয়, কারণ নির্বাচিত সরকার সংসদে বসে এক অধিবেশনে ই সব বাতিল করে দেবার ক্ষমতা রাখে।
প্রয়োজনে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন।
শুধু আবেগ দিয়ে দেশ চলেনা।

আগামী ৫ বছর পর এরা আর ছাত্র থাকবেনা, এদের ফ্যামিলি হবে, রাস্তায় পাবেন না, এদের সংখা এখনো ৩% এর বেশিনা। এরা কখনো নির্বাচনে এককভাবে ক্ষমতায় আসতে পারবেনা, ৫ টা সিট্ পাবেকিনা সন্দেহ।
তাই ভালো কিছু করতে হলে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন।
আপনার সাথে এক মত এই সুযোগ আর কখনো ই হয়তো এই দেশে আসবেনা।
সময় নষ্ট করবেন না প্লিজ।

মোহাম্মদ তালহা ইবনে হাসান,
সম্পাদক ও প্রকাশক –
SobuzBangladesh.Com