নির্বাচন পদ্ধতিতে সংস্কার আনা খুব ই গুরুত্বপূর্ণ তাই –

১। ভালো প্রতিনিধি নির্বাচন এর নিমিত্তে আমরা জাতীয় প্রতীক ব্যবহার বন্দ করতে পারি তাহলে স্বতন্ত্র প্রার্থী হলে ও তুলনামূলক ভালো জনপ্রতিনিধি নির্বাচিত হবার আশা করা যায়।

২। MP, Prime Minister ও President তিনটি আলাদা আলাদা ভোটে নির্বাচন করা প্রয়জোন, একজন ভোটার ৩ টি ভোট প্রদান করবে। অর্থাৎ একটি ভোট MP নিরচনের জন্যে, আর একটি ভোট সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচনের জন্যে ও অন্য একটি ভোট সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে। অর্থাৎ দেশের জনগন ই ভোটের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচন করবে, কোনো দল চাইলে ই যাকে খুশি তাকে এই পদে আনতে পারবেনা।

তাহলে রাজার সন্তান রাজা এই জায়গা হতে আস্তে আস্তে বের হয়ে আসা সম্ভব।
এক্ষেত্রে যে কেও PM বা প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারবে। তবে এই ২ টি পদে নির্বাচন করার জন্য মিনিমাম ১০ বছরের জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে নাহলে দেখাযাবে যে কোনো চিত্র জগতের বা সোশ্যাল মিডিয়ার বা ক্রীড়া জগতের বা অন্য কোনো জগতের সেলিব্রেটি যার জনগণের সাথে কোনো সম্পর্ক নাই এমন লোক নির্বাচিত হবার আশংকা ও থেকে যাবে।

আমারা চাই প্রকৃত নৈতিক ও জনগনের সাথে মিলে কাজ করতে পারে এমন লোকগুলো ভালো দায়িত্ব গ্রহণ করুক।