স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের জন্য কমিশন গঠনের দাবিতে আজ বুধবারও দ্বিতীয় দিনের মতো ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ব্লকেড কর্মসূচী শুরু করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার টানা পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর আজকের কর্মসূচি ঘোষণা করেছিলেন এই শিক্ষার্থীরা।
সকাল ১১টা থেকে শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচির কারণে সায়েন্স ল্যাব এবং ধানমণ্ডিসহ আশেপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে।
সাত কলেজের শিক্ষার্থীরা অনেকদিন ধরেই জানিয়ে আসছেন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকতে চান না।
এখন তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার জন্য একটি কমিশন গঠন করার দাবি জানাচ্ছেন। এবং সরকার দাবি না মানা পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন।
সাত কলেজের শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে – কমিশন গঠন, ৩০ দিনের মধ্যে কমিশন একটি রূপরেখা প্রণয়ন করবে, এবং এ প্রক্রিয়া চালাতে গিয়ে কোন সেশনজট তৈরি যাতে না হয় – তা নিশ্চিত করা।