বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ ও নাশকতার অভিযোগে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা ১১টি মামলা বাতিল করেছে হাইকোর্ট।

বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেয়।

খালেদা জিয়ার আইনজীবীরা জানিয়েছেন, ২০১৫ সালে সরকারবিরোধী আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় তিনটি এবং দারুস সালাম থানায় সাতটি মামলা দায়ের করা হয়।

এসব মামলায় এফআইআরে খালেদা জিয়ার নাম না থাকলেও চার্জশিটে তার নাম দেয়া হয়।

তবে, হাইকোর্টের আদেশে দীর্ঘদিন এসব মামলার কার্যক্রম স্থগিত ছিল।

খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে ১০টি মামলা বাতিল করেছে হাইকোর্ট।

এছাড়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাও বাতিল করেছে আদালত।