শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান সাবেক এমপি মোরশেদ কারাগারে অ্যাসোসিয়েটেড প্রেসের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার নির্দেশ আদালতের ঋণের অর্থ ছাড়ের আগে শর্ত পর্যালোচনায় আসছে আইএমএফ প্রতিনিধিদল গাজায় জরুরি স্বাস্থ্য কর্মীদের হত্যার ঘটনায় ইসরায়েলের ভুল স্বীকার গাজা পরিস্থিতির সাথে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধ বিষয়ক আইন মানতে হবে: যুক্তরাষ্ট্র সংস্কার সংস্কারের মতো, নির্বাচন নির্বাচনের মতো চলবে: মির্জা ফখরুল গাজা পরিস্থিতির সাথে জড়িত ‘সব পক্ষ’কে যুদ্ধ বিষয়ক আইন মানতে হবে: যুক্তরাষ্ট্র নতুন বাংলাদেশ গড়বই, ইনশাল্লাহ : ঈদগাহে প্রধান উপদেষ্টা গাজীপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি প্রস্তাব

খেলাপি ঋণ এখন ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

ব্যাংক খাতের খেলাপি ঋণ বেড়ে ৩ লাখ কোটি টাকা ছুঁই ছুঁই। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ ঠেকেছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় যা দ্বিগুণ।

গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ১৭ শতাংশ। গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি।

এই পরিসংখ্যান গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক কেলেঙ্কারি ও অনিয়মের শিকার হওয়া ব্যাংক সেক্টরের নাজুক অবস্থাকে তুলে ধরেছে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এতদিন যা স্বার্থান্বেষী মহলগুলোর কারসাজিতে চাপা পড়েছিল।

গত সেপ্টেম্বরে মোট ঋণ স্থিতি ছিল ১৬ লাখ ৮২ হাজার ৮২২ কোটি টাকা। এর মধ্যে ১৬ দশমিক ৯৩ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে যা সর্বোচ্চ। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। গত মার্চে ছিল ১ লাখ ৮২ হাজার কোটি টাকা।

এই পরিসংখ্যান গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক কেলেঙ্কারি ও অনিয়মের শিকার হওয়া ব্যাংক সেক্টরের নাজুক অবস্থাকে তুলে ধরেছে।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে ব্যাংকগুলোর প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এতদিন যা স্বার্থান্বেষী মহলগুলোর কারসাজিতে চাপা পড়েছিল।

গত সেপ্টেম্বরে মোট ঋণ স্থিতি ছিল ১৬ লাখ ৮২ হাজার ৮২২ কোটি টাকা। এর মধ্যে ১৬ দশমিক ৯৩ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে যা সর্বোচ্চ। গত জুন শেষে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। গত মার্চে ছিল ১ লাখ ৮২ হাজার কোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর