আমরা কোথাও পালিয়ে যাবো না, এ দেশ আমাদের --জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

এস এম মিলন স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান মিলেমিশে বসবাস করবে। আমরা কোথাও পালিয়ে যাবো না। এ দেশ আমাদের, এ দেশ সম্প্রীতির, এ দেশ সমৃদ্ধির। আমরা সহনশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। প্রত্যেক যুবকের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই। পরিচ্ছন্নতাকর্মী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সকলে দলমত নির্বিশেষে নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে চাই। তিনি রোববার (১ডিসেম্বর) লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তা মোড়ে জামায়াতের আয়োজিত পথসভায় বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দিনশেষে অবৈধ অর্থ দিয়ে তাদের নিজেদের নেতা-কর্মীদের ভাগ্যবদল হলেও দেশের সাধারন মানুষের কোন ভাগ্যবদল হয়নি। আমরা সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এ দেশকে বসবাস উপযোগী পৃথিবীর অন্যতম দেশ বানাতে চাই। সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই। যেখানে মানুষ পুরোপুরি অধিকার পাবে।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন, খুলনা জেলা আমির মাওলানা মাহফুজুর রহমান, নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সূরা সদস্য আলমগীর হোসেন, লোহাগড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কাজী হাদিউজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সেকেন্দার খান, পৌর জামায়াতের আমীর হাফেজ ইমরান হুসাইনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দসহ নেতা কর্মীরা ।
তিনি বলেন,আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে পুরুষের পাশাপাশি নারী তার বাড়িতে-কর্মস্থলে নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারেন, কোনো জালিম যেন তার দিকে চোখ তুলে তাকাতে না পারে। ঘুষ ও দুর্নীতির অবসান ঘটিয়ে প্রশাসনকে জনগণের সেবায় নিযুক্ত করতে হবে। কোন অফিস-আদালতে ঘুষ-দূর্নীতি চলতে দেওয়া হবে না। খুলনার সমাবেশ থেকে ফরিদপুরে সমাবেশে যাওয়ার পথে তিনি লক্ষীপাশায় পথসভা করেন।