নিজস্ব প্রতিবেদন : উত্তরা প্রেসক্লাবের আয়োজনে ও রুশ বাংলা কল্যাণ ট্রাস্টের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো ‘রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উত্তরায় একটু চাইনিজ রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উত্তরা প্রেসক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর কবির।

প্রায় অর্ধশতাধিক প্রেসক্লাব সদস্যের অংশগ্রহণে গণমাধ্যমের বর্তমান চ্যালেঞ্জ, ভূমিকা, এবং উন্নয়নের দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সদস্যরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে রাষ্ট্র গঠনে গণমাধ্যমের কার্যকর ভূমিকার দিক তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুশ বাংলা কল্যাণ ট্রাস্টের কর্ণধার আবদুল ওয়াহাব লিটন। তিনি উত্তরা প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা সভাটি গণমাধ্যমকর্মীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।