দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০জন আওয়ামী লীগ নেতাকর্মী আটক করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে গাজীপুর জেলা পুলিশ তাদের আটক করে।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্ন ভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
গাজীপুরে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টার অভিযোগে ৬৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে মহানগর এলাকা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হক। অপরদিকে জেলা পুলিশ গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে আরো ৪০ জনকে গ্রেপ্তার করেছে বলে জেলা পুলিশের পুলিশ সুপার জানিয়েছেন।