মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আব্দুল কালাম আজাদ। আগামী দুই-একদিনের মধ্যে শিশুটির অবস্থার আরও উন্নতি হবে বলে আশাবাদী চিকিৎসকেরা।

মি. আজাদ এক সংবাদ সম্মেলনে বলেন, “শিশুটির শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ভর্তি হওয়ার পর আজ সকালে প্রথমবারের মতো চোখের পাতা নেড়েছে।”

“তবে শ্বাসরোগের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল। মস্তিষ্কে জমে যাওয়া পানি এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাস জমে ছিল সেটা দূর করা হয়েছে”।

এখন ঢাকার সিএমএইচ হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।