যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সোমবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির পক্ষ থেকে বলতে চাই, সংস্কারের ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ৩১ দফা দুই বছর আগে দিয়েছি, যে সংস্কারের কথা কেউ বলেনি।
সেই সংস্কারগুলো আজ উঠে এসেছে। যার সঙ্গে খুব একটা পার্থক্য দেখা যাচ্ছে না। সে জন্য আমরা মনে করি, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা কিছুটা হলেও রক্ষা করা দরকার।’
বিএনপি মহাসচিব বলেন, ‘যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের প্রতিনিধিরা সংসদে আসবেন, সংসদে এসে একদিকে তাঁরা দেশ পরিচালনা করবেন, অন্যদিকে বাকি প্রয়োজনীয় সংস্কারগুলো আমরা একসঙ্গে করতে পারব।
তিনি বলেন, ‘আমাদের একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু আমরা পত্রিকার পাতা খুললেই বিচলিত হয়ে পড়ি। আবার দেখা যাচ্ছে সেই হত্যা-খুন, জখম-ধর্ষণ। এগুলো এমন একটা জায়গায় চলে যাচ্ছে, আমাদের উত্পীড়িত করছে।