এথেন্স, গ্রিস (৬ আগস্ট):
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ
ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে গতকাল  এথেন্সে বাংলাদেশ
দূতাবাসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে গ্রিসে বসবাসকারী বিভিন্ন
রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী, আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, দূতাবাসের
সকল কর্মকর্তা-কর্মচারিসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং পবিত্র গীতা থেকে পাঠ
করা হয়। এরপর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র
প্রদর্শন করা হয়।
আলোচনায় বক্তারা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের কর্মময় জীবনের বিভিন্ন দিক
তুলে ধরেন।  অনুষ্ঠানের সভাপতি গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মেদ
অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের কর্মময় জীবনের কথা স্মরণ
করে বলেন, শেখ কামাল ছিলেন দেশপ্রেমিক, সংস্কৃতিমনা এবং ক্রীড়াপ্রেমিক ব্যক্তিত্ব।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও তিনি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন ।  স্বাধীনতার
পরবর্তী সময়ে নবগঠিত বাংলাদেশে একজন সফল ক্রীড়া এবং বাংলা সংস্কৃতির অন্যতম
সংগঠক হিসেবে তিনি সকলের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।  রাষ্ট্রদূত আরো
বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।  আর এই অগ্রযাত্রায় তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থেকে বিশেষ
করে যুব সমাজকে বঙ্গবন্ধু তনয় শেখ কামালের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ গড়ার কাজে
অংশগ্রহণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শহিদ
ক্যাপ্টেন শেখ কামালসহ তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্যদের আত্মার মাগফেরাত
কামনা এবং বিশ্বব্যাপী করোনা মহামারি থেকে বাংলাদেশের মানুষ, প্রবাসী বাংলাদেশিসহ
বিশ্বমানবতার মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।