ঢাকা, ১ ভাদ্র (১৬ আগস্ট) :

এমিরেটস এয়ারলাইন আগামীকাল থেকে প্রতি সপ্তাহে ঢাকায় ২১টি ফ্লাইট পরিচালনা করবে। এমিরেটস ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। বর্তমানে এয়ারলাইনটি ১৭টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালনা করছে।

উল্লেখ্য করোনা অতিমারির পূর্বেও সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ছিল ২১টি। দুবাই ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের বিভিন্ন গন্তব্যে ভ্রমণের সুযোগ পাচ্ছেন। এমিরেটস বর্তমানে বিশ্বের ১২০টির অধিক নগরীতে চলাচল করছে। বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের সাথে সাথে এয়ারলাইনটি তাদের ফ্লাইট সংখ্যা ও ক্যাপাসিটি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের ১২টি শহরে বর্তমানে এমিরেটস পরিচালিত ফ্লাইটের সংখ্যা সপ্তাহে ৭০টিরও বেশী।

অক্টোবর নাগাদ যুক্তরাজ্যের বিভিন্ন গন্তব্যে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা দাঁড়াবে ৭৩টি। ক্যাপাসিটি বৃদ্ধির জন্য কয়েকটি গন্তব্যে তাদের দ্বিতল এয়ারবাস এ৩৮০ এর সাহায্যে ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।