নারায়ণগঞ্জ, ১৪ আশ্বিন (২৯ সেপ্টেম্বর) :
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য মেঘনা
নদীর পাড়ে বিসিক শিল্পনগরী গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ
মাহমুদ হুমায়ুন।
২৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল
হক অডিটরিয়ামে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দেশরত্ন শেখ হাসিনার ৭৫
তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি
এ ঘোষণা দেন।
শিল্প মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা ভাল
থাকলে বাংলাদেশ ভাল থাকবে। আজকের বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। বঙ্গবন্ধুর কন্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। শেখ
হাসিনা তাঁর যোগ্য নেতৃত্বে বিশ্বে বাংলাদেশকে যে জায়গায় প্রতিষ্ঠিত করেছেন তাতে এখন
আর পিছনে তাকানোর সুযোগ নেই।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মিয়া মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় মন্ত্রী আরো বলেন, যারা তৃণমূলে আওয়ামী লীগের রাজনীতি করে
আজকের জায়গায় এসেছে তারা সুখে দুঃখে মানুষের পাশে থাকে। কাউকে ফেলে যায়না।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর গড়া বাংলাদেশে এখন তাঁরই কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে
অন্ধকার থেকে দেশকে আলোর পথে নিয়ে এসেছেন। দেশ রত্ন শেখ হাসিনার পুত্র সজীব
ওয়াজেদ জয়ের হাত ধরে ডিজিটাল বাংলাদেশের সুযোগ পাচ্ছে দেশ। করোনা মহামারির মধ্যেও
ডিজিটাল মাধ্যমে দেশের সকল কর্মকাণ্ড সচল রয়েছে। এখন শহরে নয় গ্রামেই শহরের
সকল সুযোগ সুবিধা গড়ে তোলা হচ্ছে। শেখ হাসিনা সাধারণ মানুষের জন্য বাসস্থান,
চিকিৎসা, খাদ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে যাচ্ছেন।
মন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে তাঁর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা
করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য
ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবু। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম
সম্পাদক মোজাম্মেল হক জুয়েলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত
মোঃ শহীদ বাদল, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজালাল মিয়া প্রমুখ।