শেরপুর ১ কার্তিক (১৭ অক্টোবর) :

শেরপুর সদর থেকে প্রায় ১৫ কি.মি. দূরে অবস্থিত প্রকৃতির অপার সৌন্দর্য মন্ডিত এই লেক। যার চারপাশ ঘেরা পাহাড়। লেকটির আদি নাম বকের ঘোছা যা এখন নতুন “মায়াবি লেক” নামে পরিচিত হচ্ছে।

এটি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বালিঝুড়িতে অবস্থিত। লেকের পৃষ্ঠদেশ বালু মাটি হওয়ায় পায়ে কাদা লাগার সম্ভাবনা নেই। তাই পর্যটকরা গোসল করতে সাচ্ছন্দ বোধ করে। ঝিনাইগাতী বাজার থেকে প্রায় ৩ কি.মি. উচু নিচু ও দু-পাশ  বন ঘেরা অপরুপ সৌন্দর্য দেখতে দেখতে পৌছে যাবেন শ্রিবর্দীতে। শ্রিবর্দী থেকে প্রায় ১ কি.মি. রাস্তা পায়ে হেটে পৌছাতে হবে এই লেক’ এ। এই বালিঝুড়ি লেক থেকে প্রায় ২কি.মি. উত্তর দিকে অবস্থিত  ইন্ডিয়ার মেঘালয় সিমান্ত। বালিঝুড়ি লেক যাবার পথে উপভোগ করতে পারেন গজনী অবকাশ পর্যটন কেন্দ্র  এবং মধুটিলা ইকোপার্ক। এছাড়া রয়েছে লাউচাপড়া বিনোদন কেন্দ্র যা শ্রিবর্দী উপজেলার কর্ণঝুড়ায় অবস্থিত। দিনে ও রাতে অবস্থান করার জন্য রয়েছে গজনী অবকাশ কেন্দ্রের পাশে ‘বনরানি রিসোর্ট’।গভীর রাতে পাহাড়ী হাতির দল বের হয় তাই বেশী গভীর রাতে বাহির ঘোড়া-ফেরা করা নিরাপদ নয়। রাত্রি যাপনের জন্য শেরপুর সদরেও রয়েছে বিভিন্ন হোটেল ও গেষ্ট হাউজ।