২১ অগ্রহায়ণ (৬ ডিসেম্বর) :

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র কারণে ৩ নম্বর সতর্ক সংকেত বলবৎ থাকায় সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে আটকা পড়া প্রায় দেড় হাজারের বেশি পর্যটক আজ সোমবারও ফিরতে পারেনি। তবে দ্বীপে আটকে পড়া পর্যটকেরা ভালো রয়েছেন বলে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

শনিবার বিকালে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করে। এরপর দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন, সেন্টমার্টিন–কক্সবাজার ও সেন্টমার্টিন-চট্টগ্রাম নৌপথে চলাচলকারী সব ধরনের পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

আজ সোমবার সকাল পর্যন্ত আবহাওয়া স্বাভাবিক না হওয়ার পাশাপাশি সতর্ক সংকেত প্রত্যাহার না করায় ওই তিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ ছিল। ফলে কোনো জাহাজ সেন্টমার্টিন দ্বীপে যেতে না পারায় কোনো পর্যটক ফিরতে পারেননি। অন্যদিকে সাগর উত্তাল থাকায় যাত্রী নিয়ে কোনো ট্রলারকে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যেতে অনুমতি দেয়নি স্থানীয় কোস্টগার্ড।