এস এম মিলন , নড়াইল, ২২ অগ্রহায়ণ (৭ ডিসেম্বর) :
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ে মাদক বিরোধী প্রাচারণা ও মাদক প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর রবিবার সকাল এগারোটায় জাপান ইন্টারন্যাশনাল উন্নয়ন সংস্থার ( jica) আয়োজনে এবং উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় কাশি এসি মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে স্কুলের প্রধান শিক্ষক ও রামনারায়ণ পাবলিক লাইব্রেরীর সম্পাদক মো আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি রাখি ব্যানার্জী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি ও কোর্স সমন্বকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভুইয়া, সড়ক নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ ও পাচারের সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক পাচারের শিকার মানব উদ্ধার ও শিশুসুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান,সহকারী প্রধান শিক্ষক মোছা তামান্না খানম, প্রমুখ।
মাদকের সচেতনতার উপরে বিশেষ আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন জেলা শিক্ষা অফিসার এসএম সাইয়েদুর রহমান।
জাপান ইন্টারন্যাশনাল উন্নয়ন সংস্থার উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসিলেটেটর, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ মো আসলাম খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষকবৃন্দ মোঃ শাহিদুর রহমান, সুবোধ কুমার নন্দি, প্রলয় কুমার ভৌমিক, মোছাঃ নাজমা খানম, মাধুরি রানী দত্ত, মোঃ শাহিনুর রহমান, মোঃ হাফিজুর রহমান, মোছাঃ হেনা পারভীন, সুজিত কুমার ভদ্র, মোসাঃ শরিফা খাতুন, সুপর্ণা রানী বিশ্বাস, রাজিয়া সুলতানা, জয়ন্ত কুমার সরকার, মোঃ শরিফুল ইসলাম, নিতাই কুমার নন্দী, আবু মুসা সহ অভিবাবক প্রতিনিধি, সুধীসমাজ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রমুখ।