FILE PHOTO: Archbishop Desmond Tutu laughs as crowds gather to celebrate his birthday by unveiling an arch in his honour outside St George's Cathedral in Cape Town, South Africa, October 7, 2017. REUTERS/Mike Hutchings/File Photo

ঢাকা, ১১ পৌষ (২৬ ডিসেম্বর) :

দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটুর মৃত্যুতে গভীর শোক ও
দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্ণবৈষম্যের প্রথা বিলুপ্ত করার সংগ্রামে
ডেসমন্ড টুটুর ভূমিকা বিশ্ববাসী চিরকাল স্মরণ করবে। তিনি বলেন, স্বাধীন দক্ষিণ আফ্রিকা
অর্জনে ডেসমন্ড টুটুর অবদান অবিস্মরণীয়।

ড. মোমেন বলেন, ডেসমণ্ড টুটুর মৃত্যুতে বিশ্ববাসী একজন আইকনিক বর্ণবাদবিরোধী কর্মী
ও মানবাধিকারের প্রচারককে হারালো।

মন্ত্রী ডেসমণ্ড টুটুর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত
পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।