ঢাকা, ২৩ পৌষ (৭ জানুয়ারি) :

লাল মসজিদ নামে পরিচিত কেরানীগঞ্জের দোলেশ্বর হানাফিয়া জামে মসজিদ মুসলিম
স্থাপত্যের নিদর্শন হিসেবে মর্যাদাপূর্ণ আব্দুল লতিফ আল ফোজান পুরস্কার অর্জন করেছে।
সারা বিশ্ব থেকে ৭টি মসজিদকে এ পুরস্কার দেয়া হয়, তার মধ্যে কেরানীগঞ্জের দোলেশ্বরের
লাল মসজিদ অন্যতম। আল মদিনা আল মনোয়ারাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
অ্যাওয়ার্ড ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রিন্স সুলতান বিন সালমান এবং মদিনা রিজিয়নের
গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান।

তিন মহাদেশ থেকে ৪৩টি দেশের মোট ২০১টি মসজিদ এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।
তার মধ্যে ২৭টি মসজিদের সংক্ষিপ্ত তালিকা থেকে দোলেশ্বর হানাফিয়া মসজিদকে (লাল মসজিদ)
এ পুরস্কার দেয়া হলো।

লাল মসজিদ সংলগ্ন পুরাতন মসজিদটিও সম্প্রতি UNESCO Asia-Pacific Awards 2021
Cycle for Cultural Heritage Conservation পুরস্কার অর্জন করে এবং সংস্কার ও সংরক্ষণের
জন্য স্থপতি সাঈদ মোস্তাক আহমেদ ‘দ্য অ্যাওয়ার্ড অভ্ মেরিট’ এর পুরস্কার অর্জন করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের পূর্ব পুরুষদের হাত ধরে
১৮৬৮ সালে পুরাতন মসজিদটি নির্মিত হয়। মসজিদটি আধুনিকায়নের উদ্যোগ নেওয়া
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, “ঐতিহ্য সংরক্ষণ করেই আধুনিকায়ন
করতে হবে। ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত, এই মসজিদ দুটির সাথে আমাদের পারিবারিক
ঐতিহ্য ও আবেগ জড়িয়ে আছে দেড়শো বছরের বেশি সময় ধরে, যা এখন আন্তর্জাতিক স্বীকৃতি
পাচ্ছে একের পর এক”।