ঢাকা, ১৩ মাঘ (২৭ জানুয়ারি) :
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার বিল-২০২২ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পাস হয়েছে। এর আগে বিলটি নিয়ে জাতীয় সংসদে দীর্ঘ আলোচনা হয়। বিলটি নিয়ে বিরোধী দলের বেশ কয়েকজন তাদের মতামত তুলে ধরেন। পরে সেসবের জবাব দেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলে বেশ কিছু সংশোধনী আনা হয়। বিলটি পাশের আগে বিভিন্ন দেশে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিদ্যমান বিধিবিধান নিয়েও আলোচনা করেন আইনমন্ত্রী।
নির্বাচন কমিশন নিয়ে সরকারের প্রণীত আইনের খুঁটিনাটি দিক নিয়ে আলোচনা করেন আইনমন্ত্রী। তিনি সার্চ কমিটি নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘সার্চ কমিটির এ ধারণা আকাশ থেকে পড়েনি। আমার কল্পনা থেকেও আসেনি। ২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি সব দলের সঙ্গে আলোচনা করেছিলেন। তখন সবদল সার্চ কমিটির বিষয়ে একমত হয়েছিল।’