সরদার রইচ উদ্দিন টিপু , নড়াইল, ২৭ ফাল্গুন (১২ মার্চ) :
নড়াইলের লোহাগড়া উপজেলায় শিক্ষা ও মূল্যবোধ বিকাশে গুনীজনের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলার নবগঙ্গা ডিগ্রী কলেজের আয়োজনে কলেজ চত্বর মঞ্চে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারি অধ্যাপক (স্বাস্থ্য) চিকিৎসক সাহেদা হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঙ্গা ডিগ্রী কলেজের সভাপতি মো. রাশেদুল বাসার (ডলার)। অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন নবগঙ্গা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল আলিম শেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় উপসচিব ড. খান মো. মনিরম্নজ্জামান, শিক্ষা মন্ত্রণালয় প্রশিক্ষণ বিশষজ্ঞ অধ্যাপক এস এম রবিউল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালযের সাবেক উপসচিব কৃষিবিদ শ.ম. আবু তালিব, কুষ্ঠিয়া ইসলামীক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. কামরম্নজ্জামান, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহসান মনজুর এলাহী, দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন, সাংবাদিক, শিক্ষার্থীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এছাড়া বেলা ২টায় নবগঙ্গা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকরা।